১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, সারা বাংলা সাবেক মন্ত্রী এড. সাহারা খাতুনের মৃত্যুতে মসিক মেয়র টিটু’র শোক।।
১১, জুলাই, ২০২০, ১২:০২ অপরাহ্ণ - প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, এডভোকেট সাহারা খাতুন এমপি এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

এক শোক বার্তায় মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু বলেন, এডভোকেট সাহারা খাতুন বঙ্গবন্ধুর চেতনাকে বুকে ধারণ করে আজীবন দেশ ও মানুষের সেবা করে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজনের মুহূর্তে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু আরো বলেন, এডভোকেট সাহারা খাতুনের জীবন ও কর্ম সবার জন্য এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরনীয় ক্ষতি হয়ে গেল।

মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।