জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নির্দেশে চর ঈশ্বরদীয়া ইউনিয়নের আলালপুর গ্রামের জসিম অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় এলাকাবাসী রওশন এরশাদের কাছে বিষয়টি টেলিফোনে জানালে তিনি তাৎক্ষণিক ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ঐ সময় জাহাঙ্গীর আহমেদ ইউ এন ও জনাব সাইফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন এবং ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন কে অবহিত করেন। ঐদিন বিকালে জেলা জাতীয় পাটির অর্থ সম্পাদক শরীফুল ইসলাম খোকন, ভাইস চেয়ারম্যান শাহীন সহ জাপার নেতৃবৃন্দ জসিমের বাড়িতে যান। অসুস্থ ব্যক্তির খোজ খবর নেন। পরে উপজেলা প্রশাসন কর্তৃক অসুস্থ ব্যক্তির জন্য ৩০ কেজি চাল ও ৫ কেজি ডাল পৌঁছে দেওয়া হয়। এছাড়াও মহানগর জাপা সভাপতি জাহাঙ্গীর আহমেদ রওশন এরশাদের পক্ষে তার চিকিৎসার জন্য কিছু টাকা এবং তার পরিবারের নিত্যব্যবহার্য দ্রব্যাদি… তেল আটা চিনি লবণ পিয়াজ আলু সাবান হুইল পাউডার সহ বিভিন্ন সামগ্রী অসুস্থের পরিবার হাতে তুলে দেন এবং ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেন। তার সুচিকিৎসার জন্য তাকে ভালো ডাক্তার দেখানোর প্রতিশ্রুতি দেন উপজেলা চেয়ারম্যান এবং অসুস্থ ব্যক্তিকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার ব্যয় জাতীয় পার্টি এবং উপজেলা পরিষদ বহন করবে বলেও উনারা আশ্বাস দেন।