১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা গাজীপুরে ভাড়াটিয়া সেজে প্রবাসীর ছেলেকে অপহরণ || র‍্যাব ১ এর অভিযানে অপহরণকারী আটক ।
১২, জুলাই, ২০২০, ৩:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

গাজীপুরের গাছা এলাকা হতে শিশু আব্দুল্লাহ (৫)কে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী চক্র।র‍্যাব-১ এর সাঁড়াশি অভিযানে ঘটনার মূল পরিকল্পনাকারী ২জন সাগর ও আজমকে আটক করা হয় এবং সাগরের ৫ম স্ত্রী স্বপ্না বাচ্চাটিকে মাদারীপুরের শিবচর থানার পাশে ফেলে রেখে পালিয়ে যায় এবং শিবচর থানা,গাছা থানায় অবহিত করে এবং বাচ্চাটিকে তার মায়ের কোলে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।র‍্যাব-১ এর সুযোগ্য অধিনায়ক লে কর্নেল শাফীউল্লাহ বুলবুল এর দিক নির্দেশনায় অপারেশন পরিচালিত হয়।

অপহরণের মূল পরিকল্পনাকারী মোঃসাগর (৩৯) ভাড়াটিয়া সেজে প্রবাসী বাড়ীওয়ালার ছেলে আব্দুল্লাহকে অপহরন করে এবংভিকটিম আব্দুল্লাহ এর মায়ের সাথে থানায় অভিযোগ করতে সহায়তা করে ও মুক্তিপণ দিতে উৎসাহ প্রদান করে।

.সাগরের ৫/৬ টি তথাকথিত বউ রয়েছে। এই তরুনীদের ব্যবহার করে বিভিন্ন বাড়ীওয়ালার সন্তান কীডন্যাপ,অজ্ঞান করে বাসা ডাকাতি,বাড়ীওয়ালাদের প্রেমে ফেলে ছবি,ভিডিও করে জিম্মিসহ নানাবিধ অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।

আপনারা বাড়ী ভাড়া দেওয়ার সময় অবশ্যই জাতীয় আইডিসহ অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে ভাড়া দিবেন।

 

 

 

 

তথ্য, Rab Gazipur Facebook page