১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ খুলনা বাংলাদেশ ফুড ব্যাংক’র উদ্যোগে ৫০০ অসহায় পরিবারকে ত্রাণ বিতরণ
১২, জুলাই, ২০২০, ১০:০৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

বাংলাদেশ ফুড ব্যাংক এর ফাউন্ডার চেয়ারম্যান আল মামুন মহোদয়ের উদ্যোগে রবিবার (১২ই জুলাই) সাতক্ষীরা জেলার প্রত্যন্ত এলাকার ১৬টি গ্রামে ৫০০ দুস্হ-অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

করোনা ভাইরাস’র প্রাদুর্ভাব মোকাবেলায় লকডাউন অব্যাহত থাকায় কর্মহীন দরিদ্র পরিবার গুলো ভীষণ বিপাকে পড়েছে। সরকারী সহায়তার পাশাপাশি বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দানশীল ব্যাক্তি কর্মহীন দুস্হ-অসহায় পরিবার গুলোর প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুড ব্যাংক এর উদ্যোগে সাতক্ষীরার প্রত্যন্ত এলাকার ১৬টি গ্রামে দুস্থ-অসহায় পরিবার গুলোর বাড়ী বাড়ী যেয়ে খোঁজ নিয়ে টোকেন দিয়ে স্থান, দিন এবং সময় জানিয়ে দেওয়া হয়। সেই মোতাবেক আজ রবিবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে ১৬টি গ্রামের ৫০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এতে খাদ্য সহায়তা হিসাবে ছিল পরিবার প্রতি ১০কেজি চাউল, ১কেজি ডাউল, ১.৫কেজি আলু ও ৫০০গ্রাম লবণ। ইতিপূর্বে এই প্রতিষ্ঠানের উদ্যোগে সাতক্ষীরা প্রত্যন্ত এলাকার ৩০০টি দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। সামাজিক দুরত্ব রক্ষার্থে এবং ত্রাণ গ্রহীতাদের যাতায়াত এর সুবিধার কথা বিবেচনা করে ১৬টি গ্রামের ৫০০ দুস্হ পরিবারকে সিংগা হাই স্কুল, সাতপোতা রহিমা বালিকা বিদ্যাঃ, কোমরপুর সরঃ প্রাঃ বিদ্যাঃ, মাদরা মোড়, চান্দা মোড় এই ৫টি অঞ্চলে বিভক্ত করে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উক্ত এলাকার সর্বস্তরের জনগণ বাংলাদেশ ফুড ব্যাংক এর এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ত্রাণ বিতরণ কার্যক্রম’র সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- শফিউল আজম এবং তানভীর আহমেদ প্রান্ত; বিশেষ অতিথি হিসাবে সার্বিক সহোযোগীতা করেন- আব্দুর রশিদ (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেরালকাতা ইউঃ পরিষদ), নজরুল ইসলাম (প্রাক্তন প্রধান শিক্ষক, সোনাবাড়ীয়া মাধ্যঃ বিদ্যাঃ), অধ্যাপক হারুন উর রশিদ (সাতক্ষীরা গভঃ কলেজ), আব্দুর সাত্তার (প্রাক্তন প্রধান শিক্ষক, বাঁকড়া মাধ্যঃ বিদ্যাঃ), সহিদুল ইসলাম (প্রধান শিক্ষক, কোমরপুর সরঃ প্রাঃ বিদ্যাঃ), মোতাহার হোসেন সুপার (সেক্রেটারি, সিংঙা বাজার কমিটি), ডাঃ ফজলুর রহমান (বিশিষ্ট সমাজ সেবক), বি এম কামরুজ্জামান (প্রাক্তন সেনা সদস্য), বিশিষ্ট ব্যবসায়ী- আহাদ আলী, আজগর আলী, সুইট, মাউলা খাঁ, আনিছুর রহমান প্রমুখ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় প্রতিনিধি হিসাবে জনাব শফিউল আজম জানান, ইতিপূর্বে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে অসহায়দেরকে পাশে দাড়িয়ে বিভিন্নরকম সহায়তা দিয়েছে এবং এইধরণের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।