ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র পৃথক অভিযানে আন্তঃজেলা ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার), মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে তার নেতৃত্বে ডিবির এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার বিকালে জেলা সদরের কালিবাড়ী থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, আরকে মিশন রোডের সাইফুল ইসলাম ও ত্রিশালের ধানীখোলার আউয়াল মিয়া। অপর এক অভিযানে এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার সন্ধ্যায় ভালুকার জামিরদিয়া (স্কয়ার মাষ্টারবাড়ী) এলাকায় অভিযান পরিচালনাকালে ৪ কেজি এবং গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, জামালপুরের ইসলামপুরের হালিম হাসান, মুক্তাগাছার মোঃ রাজীব বরিশালের বানাড়ীপাড়ার গোলাম রাব্বি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়। একদিনে ১০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনা গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম বলে পুলিশসহ একাধিক সংস্থা দাবি করেছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল