শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় পুলিশ বিভাগের আয়োজনে বিভিন্ন পেশাশ্রেীর জনগনদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর সোমবার বিকেলে নকলা শাহরিয়া ফজিল মাদরাসার মিলনায়তনে গুজব প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, কমিউনিটি পুলিশিং সদস্য, বিভিন্ন শ্রেণীর জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্নস্তরের জনগনদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ’র সভাপতিত্ব সমাবেশ প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহসভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম; চরঅষ্টধর ইউপি’র চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, শাহরিয়া ফজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা ওলি উল্লাহ, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার নজরুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল জলিল কাসেমী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা যেকোন গুজব প্রতিরোধে সতকর্তার সহিত চলতে পরামর্শ প্রদান করেন। তাঁরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইস বুক)-এ ভূয়া আইডি খোলে সাধারন জনগনকে বিভ্রান্ত করতে এক শ্রেণীর অসাধু লোক বিভিন্ন বিষয়ে পোষ্ট করে আসছে। জনমনে বিভ্রান্ত সৃষ্টিকারী ওইসব পোষ্ট সঠিক ভাবে যাচাই বাছাই করে লাইক-শেয়ার করার পরামর্শ প্রদান করেন তাঁরা। আর যেকোন বিষয়ে যেকেউ যে কোন উপায়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টিকারার চেষ্টা করলে এবং তা কারো নজরে আসলে তাৎক্ষণিক উপজেলা প্রমাসন, পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানোর অনুরোধ জানানো হয়।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কমিউনিটি পুলিশিং সদস্য, বিভিন্ন শ্রেণীর জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জেম, উপজেলা আওয়ামী লীগ ও যুব লীগের নেতৃবৃন্দ, পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ নানান পেশাশ্রেনীর দুই শতাধিক জনগণ উপস্থিত ছিলেন।