মাননীয় প্রধানমন্ত্ররী নির্দেশেনা অনুসারে অদ্য ১৩-০৭-২০২০ রোজ সোমবার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মোদাব্বিরুল ইসলামের উদ্যোগে
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৪১১ জনকে প্রতিবন্ধী, ৪১ জনকে বিধবা ও ৭৪ জনকে বয়স্কভাতার কার্ড বিতরণ করা হয়।মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন ভাতার কার্ড স্বহস্তে বিতরণ করেন তরুন জননন্দিত চেয়ারম্যান এ কে এম মোদাব্বিরুল ইসলাম।
উল্লেখ্য করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুুরু থেকেই মোদাব্বিরুল চেয়ারম্যানের উদ্যোগে অাকস্মিক কর্মহীন হতদরিদ্র পরিবার ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসহায়তা, ঈদ উপহার ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে।
রাজীবপুর ইউনিয়নের সুধীসমাজ ও উপকারভোগীরা রাজীবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল