মুজিববর্ষের অাহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশনা দিয়েছেন। সেই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচি অনু্যায়ী, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিনের নির্দেশে মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম মাসুদের অাহ্বানে মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানে বাঁশাটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রোজ ও রনির নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে বাঁশাটি ইউনিয়ন ছাত্রলীগ।
দিন ব্যাপি এই বৃক্ষ রোপন কর্মসূচি পালনকালে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ঔষুধী গাছ রোপন করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল