১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিচিত্র-সংবাদ, রাজনীতি ঢাকা মহানগর জাকের পার্টির সভায় মোস্তফা আমীর ফয়সল কখনো অপরাজনীতির নির্দেশ দেই নি
২১, অক্টোবর, ২০১৯, ৯:৪১ অপরাহ্ণ -

তথ্যপ্রতিদিন.কম

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, আমরা কোন অন্যায় করি নি। কারো মাথায় কখনো আঘাত করি নি। আমরা বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের হুকুম পালন করে গেছি। কখনো কোন অপরাজনীতির নির্দেশ দেই নি। জ্বালাও পোড়াও এর রাজনীতি করি নি। গাড়ি ভাঙচুর করি নি।

বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জাকের পার্টির আওতাধীন থানা ও ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এবং জাকের পার্টি ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।

জাকের পার্টি চেয়ারম্যান আবেগমথিত কণ্ঠে বলেন, প্রতিটি জাকের একজন করে দরবার শরীফ। আপনাদের ভিতরে বিশ্ব জাকের মঞ্জিল। আপনাদের ভিতরে জাকের পার্টির দপ্তর। আপনাদের ভিতরে জাকের পার্টির দুর্গ। বিশ্ব ওলী কেবলাজান হুজুর ৭৩ বছর আগে এ দুর্গ গড়ে রেখেছেন। এ দুর্গ আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, বিনয় একতা, ভদ্রতা, তেজারত ও উৎসর্গের। শান্তিকামী মানবতাকে রক্ষা করার জন্যই এই দুর্গ। মোস্তফা আমীর ফয়সল বলেন, ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বিশ্ব জাকের মঞ্জিল ও জাকের পার্টি কে ডুবিয়ে দেবে। কিন্তু তাদের সেই অপচেষ্টা ও ষড়যন্ত্র কোনদিন সফল হবে না। ষড়যন্ত্রের চোরাবালিতে তারাই ডুবে মরবে।তাদের ভাগ্যাকাশে অভিসম্পাতের মেঘ জমবে।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, জাকের তারাই যারা বিশ্বওলী দয়াল পীর কেবলাজান ছাহেবের হুকুম মানে। মৌখিক জাকেরের কোন মূল্য নেই। জাকের হল মুসলমানের উত্তম রূপ। তিনি আরো বলেন, গোলাপের গাছের নিচে থাকতে থাকতে গোলাপের সুবাস আসবে।

মোস্তফা আমীর ফয়সল গভীর দুঃখ ও হতাশা ব্যক্ত করে বলেন, আজ আমরা কোন সমাজে বাস করছি। মায়ের কোলে শিশু সন্তান নিরাপদ নয়। মা নিজের সন্তানকে হত্যা করে। বাবার কোলে, বাবার কাছে সন্তান নিরাপদ নয়। বাবা সন্তানকে হত্যা করে। কিশোর, তরুণ ও যুব সমাজ বিপথগামী হচ্ছে, তাদের চারিত্রিক স্খলন ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজতে হবে।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, সোনার মানুষ হওয়া পূর্ব শর্ত । নীতি নৈতিকতা বর্জিত ভাবে প্রযুক্তির অপব্যবহার যুব সমাজকে ধ্বংসের পথে টেনে নিচ্ছে। তিনি আরো বলেন, শয়তানি শক্তি জাকের পার্টির উপর আঘাত করছে। কিন্তু মনে রাখতে হবে জাকের পার্টি মুর্শিদ মুরিদের পার্টি। জাকের পার্টি ত্যাগের পার্টি। বিনয়, একতা ভদ্রতা, ঐক্য ও শান্তির পাটি। সত্য ও ন্যায়ের আদর্শ রক্ষায়, অস্তিত্ব রক্ষায় জাকের পার্টি শক্তি প্রয়োগে কখনোই পিছপা হবে না।