বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষকে স্মরণীয় করে রাখার জন্য নিবন্ধন অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সব অফিস প্রাঙ্গণে কমপক্ষে তিনটি করে গাছের চারা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০২০-২১ সালে বাংলাদেশে মুজিববর্ষ হিসেবে পালন করা হচ্ছে।
‘জাতির পিতার জন্য শতবার্ষিকী উপলক্ষে অর্থাৎ মুজিববর্ষকে স্মরণীয় করতে এ বিভাগ প্রতিটি অফিস প্রাঙ্গণে কমপক্ষে তিনটি ফলজ, বনজ ও ঔষধি (যেমন- আম, জাম, কাঁঠাল, নিম, অর্জুন, আমলকি, হরিতকি ও বহেরা) ইত্যাদি বৃক্ষ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
রেজিস্ট্রি অফিসসমূহের পরিদর্শক, জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের এ নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি।
মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিবন্ধন অধিদপ্তরের কার্যালয়কে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল