৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ গাজীপুরের কালিয়াকৈরে ৪০০ বস্তা সরকারি চাল উদ্ধার
২১, অক্টোবর, ২০১৯, ১১:১৭ অপরাহ্ণ -

চীফ রিপোর্টারঃ

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা থেকে ৪০০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

রবিবার (২০ অক্টোবর) রাতে কালিয়াকৈর থেকে এ চাল উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষবাথান এলাকার মেসার্স আসাদ অটো কালার স্টার রাইচ মিল থেকে ৪০০ বস্তা সরকারি চাল উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, চাল উদ্ধারের পর ওই রাইচ মিলের কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।