মুজিববর্ষের অাহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশনা দিয়েছেন।
সেই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচি অনু্যায়ী, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিনের নির্দেশে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে ইউনিয়ন ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন আশিকুর রহমান আশিক, তৌহিদ মিয়া, মোঃ তরিকুল, মোঃ রিদয়, মোঃঅন্তর, মোঃ ফোজায়েল, মোঃ সপ্নীল, মোঃ সাকিল, মোঃ রিয়াজ, মোঃ শাহিন, সুবল কুমার, মোঃ এনামুল, অভিক, রাহুল পাল, মোঃ নাজমুল, জয়, মোঃ তানভীর, আনন্দ ওমোঃ রোমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিন ব্যাপি এই বৃক্ষ রোপন কর্মসূচি পালনকালে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ঔষুধী গাছ রোপন করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল