১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহের ভাবখালীতে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজানের উদ্যোগে এরশাদের ১ম মৃত্যু বার্ষীকি পালন।।
১৫, জুলাই, ২০২০, ১১:২২ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের সদর উপজেলার ভাভখালীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি,সাবেক বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর ভাভখালী ইউনিয়ন জাতীয় পার্টির পক্ষ থেকে ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাপা নেতা রমজান আলীর উদ্যোগে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জাতীয় পার্টির অন্যতম জনপ্রিয় নেতা রমজান আলীর এর সভাপতিত্বে স্মরণ সভায় পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মাইন উদ্দিন,৮নং ওয়ার্ডে জহুর উদ্দিন ম্যানেজার ৭নং ওয়ার্ডের হাজী শামসুদ্দিন, জাপা নেতা আনোয়ার হোসেন (আনু মন্ডল),হাবিবুর রহমান হবি,মফেজ আলী প্রমুখ নেতৃবৃন্দ। জাপার এরশাদ সৈনিক হাতেম আলী, আব্দুল হামিদ,নাজমুল,রাজিব এর সার্বিক সহযোগিতায় অন্যান্যদের মাঝে ভাবখালী পুরাতন বাজার কমিটির সভাপতি গোলাম মোস্তফা,হাফেজ হাবিবুল্লাহ,আব্দুল করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন।

সভাশেষে পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন, বাজার মসজিদের পেশ ঈমাম মোবারক হোসেন। পরে উপস্থিত সকলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।