শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় গাজা সেবন ও সংরক্ষণের অপরাধে মো. আজাদ মিয়া (৩৫) নামে এক যুবকের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কারাদন্ডপ্রাপ্ত অপরাধী নকলা পৌরসভাধীন চরকৈয়া এলাকার আলকাছ আলীর ছেলে। নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়-এর সহযোগিতায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উক্ত ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ১ বছর বিনাশ্রম কারা দন্ড প্রদান করেন নির্বাহী বিচারক ইউএনও জাহিদুর রহমান।
সংশ্লিষ্ট তথ্য মতে জানা গেছে, দন্ডপ্রাপ্ত আজাদ মিয়ার হেফাজত থেকে ১৪৫ গ্রাম গাজা জব্দ করা হয়েছে। নির্বাহী বিচারক ও ইউএনও জাহিদুর রহমান জানান, মাদককে কোন ক্রমেই বরদাস্ত করা হবেনা। নকলাকে যেকোন মূলে মাদক মুক্ত করা হবে। এজন্য সকলের সহায়তা কামনা করেছেন। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।