১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করলেন ডিসি মিজানুর রহমান
১৫, জুলাই, ২০২০, ১০:৪১ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যায় প্লাবিত এলাকা ও অবহেলিত রাস্তাঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে উপজেলার ৫ ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রাম। নেতাই নদীর ভাঙনের তীব্র স্রোতে বিধ্বস্ত হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামের যোগাযোগ ব্যবস্থা। বসত বাড়িতে বন্যার পানি ওঠায় পানিবন্দী হয়ে অনেকেইে তাঁদের পরিবারের নারী, শিশু-বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে রয়েছেন বিপাকে। বানের পানিতে ভেসে গেছে শত শত মৎস্য চাষীর সোনালী স্বপ্ন। মানবেতর জীবন যাপন করছেন পানিবন্দী অসহায় মানুষেরা। মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান উপজেলার গোয়াতলা, ধোবাউড়া সদর, কলসিন্দুর, দুধনই, পোড়াকান্দুলিয়া সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী নূর হোসেন ভুইঁয়া, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী শাহীনুর ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন, সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, গামারিতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক প্রমুখ। পরিদর্শন শেষে জেলা প্রশাসক মিজানুর রহমান ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট, ব্রীজের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার অাশ্বাস দেন।