কানাইঘাটে ব্রেইন টিউমারে আক্রান্ত হাফিজ জাবেদ আহমদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা প্রদান করেছে প্রবাসী কানাইঘাট সমাজ কল্যাণ ট্রাস্ট (প্রকাস)। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউপির বাটইশাইল গ্রামের আব্দুল খালিকের পুত্র ব্রেইন টিউমারে আক্রান্ত হাফিজ জাবেদ আহমদের বাড়িতে গিয়ে তার চিকিৎসার জন্য বিশ হাজার টাকা আর্থিক সহযোগীতা প্রদান করেছেন প্রকাসের এমডি মুফতি মাওলানা এবাদুর রহমান।
প্রবাসী কানাইঘাট সমাজ কল্যাণ ট্রাস্ট (প্রকাস) এর প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় জমিয়তে উলমায়ে ইসলামের সহ সভাপতি শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, প্রবাসী কানাইঘাট সমাজ কল্যাণ ট্রাস্টের আহবায়ক মাওলানা রুহুল আমিন তালুকদার, সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম সাতবাকী, প্রকাসের সদস্য মাওলানা রেদওয়ানুল করিম, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা আব্দুস সহিদ, মাওলানা সিরাজুল ইসলামের উদ্যোগে প্রকাসের পক্ষ থেকে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বিশিষ্ট মুরব্বী ডাঃ ইয়াকুব আলী, শাহবাগ জামেয়া কাসিমুল উলুম মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল ওদুদ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান পারভেজ, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ উদ্দিন, প্রকাসের প্রতিনিধি হাফিজ রিয়াজ উদ্দিন, উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ, উপজেলা যুব জমিয়ত নেতা হাফিজ তৈয়বুর রহমান, যুব নেতা বদরুজ্জামান প্রমূখ।