চীফ রিপোর্টারঃ
অভিযান নং – ০১ঃ
গবাদি পশুর কৃত্রিম প্রজননের বীজ বিতরণে অর্থ আদায় ও অবৈধভাবে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রীয় পশু হাসপাতাল, ঢাকায় অভিযান চালিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের হটলাইনে (১০৬) প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শারিকা ইসলাম ও উপসহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সমন্বয়ে গঠিত দুই সদস্যের টিম আজ (২১-১০-২০১৯ খ্রি.) অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক কর্তৃক উক্ত কেন্দ্র থেকে বিতরণকৃত হিমায়িত সিমেন, লিকুইড নাইট্রোজেন, এআই শিট এবং হ্যান্ড গ্লাভস এআই টেকনিশিয়ান বা স্বেচ্ছাসেবীদের নিকট বিতরণের সময় অতিরিক্ত মাশোহারা হিসেবে ২৮৭ জনের নিকট থেকে ১০০০/-টাকা করে নেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তিনি কোন অতিরিক্ত টাকা নেন না মর্মে দাবী করলেও দুদক দল তাৎক্ষণিক দ্বৈবচয়নভিত্তিতে এআই টেকনিশিয়ানের নিকট ফোন দিলে কয়েকজন জানান যে, প্রতিমাসে তারা পূর্বের ন্যায় এক হাজার টাকা করে অতিরিক্ত বা মাসোহারা হিসেবে আলোচ্য সহকারী পরিচালক নজরুল ইসলামকে প্রদান করেছেন। তাছাড়া অফিসের গাড়ীর লগবই বিনা অনুমতিতে ড্রাইভারের বাসায় নিয়ে রাখার প্রমাণ পাওয়ায় ড্রাইভার আবুল কালামকে দুদক টিমের সুপারিশক্রমে তাৎক্ষণিকভাবে কৈফিয়ত তলব করা হয়েছে।
অভিযান নং – ০২ঃ
বাগেরহাট বিআরটিএ-তে লাইসেন্স প্রদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে খুলনা জেলা কার্যালয় হতে আপর এক অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এক দালালকে হাতেনাতে গ্রেফতার করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বিআরটিএ’র সিল মেকানিক মোঃ মজিবর রহমানের বিরুদ্ধে আগত নানাবিধ এ অভিযোগের প্রাথমিক প্রমাণ প্রাপ্তির পরিপ্রেক্ষিতে সহকারী পরিচালক, বিআরটিএ, বাগেরহাট তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। দুদক টিম বহিরাগত কেউ যেন বিআরটিএ চত্বরে প্রবেশ না করতে পেরে সেরূপ নির্দেশ সম্বলিত ব্যানার টানানো
পরামর্শ প্রদান করে।
অভিযান নং – ০৩ঃ
সাভারে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে অভিযান পরিচালনা করেছে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর অপর একটি টিম। টিম তিতাস গ্যাস-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে সাভারে এ অভিযান পরিচালনা করে। সরেজমিন অভিযানে টিম এলাকায় আশুলিয়া ঘোষবাগ ও নরসিংপুর এলাকা বিপুল পরিমাণ অবৈধ সংযোগের তথ্য পেয়েছে। অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগসমূহ বিচ্ছিন্নকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করে দুদক টিম।
অভিযান নং – ০৪ ও ০৫ঃ
এছাড়াও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের নাম তালিকায় নিবন্ধন করে চাল আত্মসাতের অভিযোগে এবং দলিল রেজিস্ট্রি বাবদ অবৈধভাবে ঘুষ গ্রহনের অভিযোগ পাবনা জেলা কার্যালয় হতে দুটি পৃথক অভিযান পরিচালিত হয়।