১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, সারা বাংলা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে স্পিকারের শোক
১৭, জুলাই, ২০২০, ৬:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তাঁর সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

স্পিকার মো. আবদুল হাইয়ের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্পিকার ও ডেপুটি স্পিকার থাকাকালীন তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই। তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ছিলেন। হাজী তায়েব উদ্দিন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এবং শিক্ষক ছিলেন তিনি।

এছাড়া, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাইয়ের মৃত্যুতে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

সুত্র, mp news