ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার), মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে ডিবির এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ শুক্রবার রাতে বিভাগীয় নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকায় অবিযান পরিচালনা করে। এ সময় তিন হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, গোহাইলকান্দির মোতাহার হোসেন মাজেদ, ভাটিকাশরের রাকিবুল আলম আরিফ ও সানকিপাড়ার সাহরিয়ার আলম খান ওরফে সামুন। এছাড়া এসআই নাজিম উদ্দিন সংগীয় অফিসার ফোর্সসহ শনিবার বিকালে নান্দাইলের মহেশকুড়া এলাকায় অভিযান চালিয়ে আধাকেজি গাঁজা সহ মাদক দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মহেশপুরের সুজন মিয়া ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের মকবুল হোসেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল