জাতির পিতা বঙ্গবন্ধুর শততম জন্মশতবার্ষিকী স্বার্থক ও স্মরণীয় করে রাখতে বাংলাদেশকে সবুজায়ন করার লক্ষ্যে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী ১ কোটি গাছ লাগানোর আহবান স্বার্থক করতে নিরন্তর কাজ করে যাচ্ছে পরিবেশবাদী সংগঠন গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট।
দি সিটি অফ অার্ট এন্ড কালচারখ্যাত বিভাগীয় নগরী ময়মমনসিংহে মুজিববর্ষে বৃক্ষ,পরিবেশ ও প্রকৃতি প্রেমিক নতুন প্রজন্ম তৈরি করার মানসে তথা গ্রীন ময়মনসিংহ সিটি গড়ার লক্ষ্যে গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট, ময়মনসিংহ মহানগর শাখার কমিটি ঘোষনা করেছেন।
গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন স্বাক্ষরিত ময়মনসিংহ মমহানগর শাখার প্রতিষ্ঠাকালীন কমিটিতে সভাপতি হিসেবে সানজিদা স্বর্ণা ও সাধারণ সম্পাদক হিসেবে রাহাত হোসেন রাতুল নির্বাচিত হয়েছেন।
এছাড়াও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট ময়মনসিংহ মহানগর শাখার নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে মেহের আফরোজ নুপু,সাদেক হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রান্ত কুমার দে,নুসরাত সুরাইয়া,
সাংগঠনিক সম্পাদক পদে সীমান্ত দে,সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক পদে শেখ ফতেহ মুহাম্মদ রাজন,
দপ্তর সম্পাদক পদে রাকিব হোসেন রামিম,অর্থ সম্পাদক পদে সাজনীন স্মৃতি, সহ-সম্পাদক পদে মিরাজুল ইসলাম সজীব,মাহমুদুল হাসান রাকিন,সদস্য পদে লিখন ঘোষ ও নাঈম ইসলাম মনোনীত হয়েছেন।
গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন নবগঠিত ময়মনসিংহ মহানগর কমিটির প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে উচ্ছসিত প্রত্যাশা ব্যক্ত করেছেন এভাবে….
হিমালয়ের ঢাল বেয়ে নেমে আসা নরমপলি- নুড়িপাথর আর নদীর স্রোতধারা এই সকলের মিলিত জিওমরফোলজি হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ গীতিকার কথা, পুরাতন ব্রহ্মপুত্রের কথা, শশী লজের কথা আর জয়নুলের ছবির অপূর্ব দৃশ্য এই আমাদের ময়মনসিংহ।
এখনও প্রকৃতি এখানে উদার। অবারিত ফসলের মাঠ, নদীর কূলকূল ধ্বনি আর সবুজের বিপুল সমারোহ, রাখালের বাঁশী আর আষাঢ় ম্যাইসা ভাষা পানির বারী সিদ্দিীকীর গানের সুর আছে এই ভাটির দেশে।পরিবেশ দূষণের আগ্রাসনের হাত থেকে বাঁচতে এখনই জরুরী ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট থাকবে আপনাদের পাশে। সানজিদা-রাহাতের নেতৃত্বে গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট ময়মনসিংহ মহানগরে সেবা দিবে প্রকৃতি ও পরিবেশের।
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি দেলোয়ার হোসেন ঐকান্তিক আগ্রহ ও কর্মদক্ষতায় জলবায়ুর ভারসাম্য রক্ষা,বনায়ন ও পরিবেশ দূষন রোধ তথা পরিবেশ সুরক্ষায় সেমিনার, প্রচারণা,জনসচেতনতা বৃদ্ধি,বৃক্ষরোপন সহ সময়োপযোগী কার্যকর বিভিন্ন কর্মসূচী মুজিববর্ষ ব্যাপী পালন করছেন।
তারই ধারাবাহিকতায় যুগপতভাবে গ্রীণ এনভায়রণমেন্ট মুভমেন্ট বৃক্ষরোপন,পরিবেশ সুরক্ষা সহ পরিবেশ উন্নয়নের বিভিন্ন ইস্যুতে নিরন্তর কাজ করে যাচ্ছে।
গ্রীণ এনভায়ররণমেন্ট মুভমেন্ট ময়মনসিংহ মহানগর শাখার নবগঠিত কমিটিকে ময়মনসিংহের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন,সামাজিক -স্বেচ্ছাসেবী সংগঠন ও সুধীসমাজ স্বাগত জানিয়েছেন।