অদ্য,২০ জুলাই সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান পরিচালিত ভ্রাম্যমান আদালত ময়মনসিংহ জিলা স্কুল সংলগ্ন এভারগ্রিন নার্সারিতে এডিস মশার লার্ভা পাওয়ায় নার্সারি মালিককে দুই হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান তথ্য প্রতিদিনকে জানান, ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে আজ থেকে অভিযান শুরু হলো। পরবর্তীতে বাড়ি-প্রতিষ্ঠান ও নির্মাণাধীন ভবনে আমাদের অভিযান পর্যায়ক্রমে আরো বাড়বে। বর্ষা মৌসুমে ডেংগু ও চিকনগুনিয়া থেকে সিটি করপোরেশনের মানুষকে নিরাপদ রাখতে প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ অভিযান পরিচালনাকালে প্রধান মসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজীব কুমার সরকার সহ সিভিল সার্জন ময়মনসিংহ দপ্তরের এনটমোলজিস্ট, স্বাস্থ্য সহকারী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণও উপস্থিত ছিলেন।
দিনের অপর অভিযানে রাজীব উল আহসান পরিচালিত ভ্রাম্যমান আদালত সানকি পাড়া হেলথ অফিাসরের গলি এলাকায় রাস্তায় নির্মান সামগ্রী রেখে ক্রেশার মেশিন দিয়ে ইট ভাংগিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ভবন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।