রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম বা ‘ওয়ারেস্ট অব প্রিসিডেন্স’ শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে প্রয়োগের জন্য এ সংক্রান্ত বিধান পরিবর্তন করেছে সরকার।
‘ওয়ারেস্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (২০০৩ সালের ডিসেম্বর পর্যন্ত পরিমার্জিত)’-এ পরিবর্তন এনে সোমবার (২০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়।
আদেশে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের নোটের ১ নম্বরটি পরিবর্তন করে সেখানে নতুন নোট প্রতিস্থাপন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আগে ১ নম্বর নোটে ছিল, এই পদমর্যাদাক্রম রাষ্ট্রীয় ও অনুষ্ঠানাদির, পাশাপাশি সরকারের অন্যান্য সব ক্ষেত্রেও প্রতিপালিত হবে। সেখানে ‘এই রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম রাষ্ট্রীয় ও অনুষ্ঠানের ক্ষেত্রে প্রয়োগ হবে’ প্রতিস্থাপিত হবে।
এই পরিবর্তনের কারণে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অন্যকোনো ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
‘ওয়ারেস্ট অব প্রিসিডেন্স’ প্রোটোকল তালিকায় রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদগুলোর ক্রমবিন্যাস রয়েছে। ২৫টি ধাপে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান নির্ধারণ করে দেওয়া আছে। পদক্রম অনুযায়ী সুযোগ-সুবিধা বা নামের তালিকা লেখা হয়।
স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালের ১১ জানুয়ারি প্রথম ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ জারি করা হয়েছিল। পরে কয়েক দফা এটি পরিবর্তন হয়। কিন্তু রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ‘সরকারের অন্যান্য সব ক্ষেত্রেও প্রতিপালিত হবে’ এই বিষয়টি সামরিক শাসক এরশাদ সরকারের আমলে যুক্ত করা হয়েছিল বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল