২২ জুলাই রাত অনুঃ ০১.৩০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক একেএম কাওছার চৌধুরী এবং পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে বিশেষ অভিযান ডিউটি চলা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টঙ্গী পূর্ব থানাধীন নিমতলী রেলওয়ে বক্সের পশ্চিম পার্শ্বে রেল লাইন হতে ১০০ গজ উত্তরে ঝোপের আড়ালে কিছু সংখ্যক দুস্কৃতিকারী একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহন করছে।
সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা দৌড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ০১. মোঃ বাবু মিয়া(২৫), পিতাঃ খালেক মিয়া, সাং-নতুন বাজার, ০২. মোঃ আরিয়ান রাব্বি(২২), পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন, সাং- নোয়াগাও, বয়রা, উভয় থানা- টঙ্গী পুর্ব, ০৩. মোঃ আঃ রহিম ছোটন(৩২), পিতাঃ মোঃ আঃ মমিন, সাং-মাছিমপুর মিলগেট, থানা- টঙ্গী পস্চিম, গাজীপুর মহানগর গাজীপুরদের অস্ত্রসহ গ্রেফতার করা হয় ও ০৫/০৬ জন দুস্কৃতিকারী দৌড়িয়ে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে লোহা ও কাঠের বাটযুক্ত দুইটি ছুরি জব্দ করা হয়।
ধৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল