৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থার সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন, বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক (চাকরিচ্যুত) এস আসিফ আহমেদ, মেসার্স টাইটান এপারেলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুর রহমান ও পরিচালক মোসা. আরশিয়া আতিক।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে ২০০৮ সালের ৮ অক্টোবর থেকে ২০১২ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বেসিক ব্যাংকের ৮ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৮৮৪ টাকা আত্মসাৎ করেছেন।