১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অর্থনীতি, জাতীয় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিলো জাতিসংঘের সংস্থাগুলো
২৩, জুলাই, ২০২০, ১০:০৮ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের টাকা অনুদান হিসেবে দিয়েছে বাংলাদেশে জাতিসংঘের সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পোর নেতৃত্বে এই ১ কোটি ১২ লাখ ২৮ হাজার ১৫৭ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ অনুদানের চেক গ্রহণ করেন।