” শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই বাণী স্বার্থক করতে মাননীয় প্রধানমন্ত্ররীর নির্দেশেনা অনুসারে অদ্য ২৪-০৭-২০২০ রোজ শুক্রবার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মোদাব্বিরুল ইসলামের উদ্যোগে সকাল থেকে সারাদিনব্যাপী ৭২৯০ টি পরিবারকে মাননীয়
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ কার্ডের অনুকুলে চাল বিতরণ করা হয়।মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার স্বহস্তে বিতরণ করেন তরুন জননন্দিত চেয়ারম্যান এ কে এম মোদাব্বিরুল ইসলাম।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাহিদা পারভীন,উপজেলা যুব উন্নয়ন কর্কর্তা এ কে এম আব্দুল কাদের ভূইয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:শফিকুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ।
উল্লেখ্য করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই মোদাব্বিরুল চেয়ারম্যানের উদ্যোগে অাকস্মিক কর্মহীন হতদরিদ্র পরিবার ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসহায়তা, ঈদ উপহার ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে।
রাজীবপুর ইউনিয়নের সুধীসমাজ ও উপকারভোগীরা রাজীবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন।