১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহ ডিবি’র অভিযানে অটোরিক্সা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার।।৫টি অটোরিক্সা উদ্ধার।।
২৫, জুলাই, ২০২০, ৫:১৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ দীর্ঘ অভিযান চালিয়ে অটো চোরের সিন্ডিকেট চক্রের ৬ সদস্য ১। অজয় চন্দ্র দেবনাথ (৩৫), পিতা মৃত-হরকুমার চন্দ্র দেবনাথ, মাতা-মালতিরানী দেবনাথ, সাং-ভুয়ালি নাথপাড়া, থানা-খালিয়াজুড়ি, জেলা-নেত্রকোনা,

২। মোঃ সাইদুল ইসলাম (২৯), পিতা-মোঃ রাজ্জাক, মাতা-মোছাঃ ফরিদা, সাং-ঘাগড়া আপনবাড়ী, ৩। মোঃ রাসেল (২৬), পিতা মৃত-মোসলেম উদ্দিন, মাতা-মনোয়ারা বেগম, সাং-পাড়াইল, দাপুনিয়া, ৪। মোতালেব (৪৪), পিতা-আঃ খালেক, মাতা-মোছাঃ হালেমা, সাং-মধ্যবারেরা, সর্ব থানা-কোতোয়ালী, ৫। মোঃ আশরাফুল (৩৫), পিতা মৃত-আবু বক্কর সিদ্দিক, মাতা-জোৎসনা বেগম, সাং-চরবগুড়া, থানা-মুক্তাগাছা, ৬। মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৫), পিতা মৃত-ইদ্রিস আলী, মাতা-মোছাঃ আমেনা খাতুন, সাং-মাসকান্দা গনশার মোড়, থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদের ইং ২৫/০৭/২০২০ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন ঘাগড়া আপনবাড়ী এলাকা হতে গ্রেফতার করা হয় এবং তাহাদের হেফাজতে হতে ০৫টি চোরাই অটো উদ্ধার করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের বিভিন্ন এলাকা হতে গরীব অসহায়দের একমাত্র আয়ের উৎস অটোরিক্সা চুরি করে আসছিল। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়াছে। গ্রেফতারকৃতদের আজ বিজ্ঞ আদালতে সোর্পদ করে ১০(দশ) দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।

ইহাছাড়া ডিবি’র অভিযানে ১৬ গ্রাম হেরোইনসহ ৩ মাদকাসক্ত ছিনতাইকারী গ্রেফতার।

পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নি) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক অভিযান পরিচালনা করে ইং ২৪/০৭/২০২০ তারিখ রাত ২০.০০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন ত্রিশাল বাসষ্ট্যান্ড থেকে মাদকাসক্ত ছিনতাইকারী ১। সোহেল (৩৫), পিতা মৃত-আবুল হোসেন, মাতা-সাবিয়া বেগম, সাং-কৃষ্টপুর, ২। বুলু (২৭), পিতা মৃত-আবুল কালাম, মাতা-জুৎসনা বেগম, সাং-কৃষ্টপুর দক্ষিণপাড়া, ৩। মোঃ শহিদুল ইসলাম (৩২), পিতা মৃত-ছফির উদ্দিন, মাতা-মালেকা বেগম, সাং-কাচিঝুলি ইটাখোলা রোড, সর্ব থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহ, এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।