১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, স্বাস্থ্য মানবতার সেবায় নিয়োজিত ডা: আশিকুর রহমান
২৬, জুলাই, ২০২০, ১:৪৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার অজয় সরকার : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক নাক, কান, গলা বিশেষজ্ঞ ও নেক সার্জন ডা: মো: আশিকুর রহমান কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমনে বৈশ্বিক এই পরিস্থিতিতে ময়মনসিংহবাসীকে ৯৯ টেলিসেবার মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের নিয়ে করোনা ভাইরাসের ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন। বেসরকারি হাসপাতালে দরিদ্র অটিবয় কর্মচারীদের প্রায় ৩ শত জনকে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছেন এবং এই কর্মসূচী এখনো অব্যাহত আছে।  করোনাকালীন জাতীয় এই দূর্যোগ মূহুর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার ডা: আলাউদ্দিন, ডা: শরিফ, ডা: দিগন, ডা: প্রলয় সহ ২০ জন  ডাক্তারের মাধ্যমে সার্বিক দায়িত্ব পালনে পাশাপাশি মানুষকে করোনা ভাইরাস থেকে সচেতন করতে রাত দিন অবিরাম প্রচারনা ও সাহার্য্য সহকারে নিজ অর্থে খাবার বিতরণ বিনামূল্যে ৯৯ টেলিসেবা ও ঔষধ প্রদান সহ মানবিক কার্যক্রম করে সরকারী প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন স্তরের মানুষের টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবা পেয়েছেন।  ময়মনসিংহবাসীর মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। উল্লেখ্য নাক, কান, গলা বিশেষজ্ঞ ও নেক সার্জন ডা: মো: আশিকুর রহমান বিনা অস্ত্রপচারের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে ময়মনসিংহের সফল ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং অসহায় দরিদ্র রোগীদের বিনা পয়সায় পপুলার মেডিকেল সার্ভিস সেন্টার চিকিৎসা সেবা দিয়ে আসছেন এবং বিনা পয়সায় ডাক্তারের অর্থ দিয়ে দরিদ্র রোগীদের  ঔষধ কিনে দিচ্ছেন। তিনি সফল ডাক্তার হিসেবে পুরস্কার লাভ করেছেন।