১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে পরানো হলো ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ
২৬, জুলাই, ২০২০, ৬:১৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবালকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সেনাপ্রধান আজিজ আহমেদ ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবালকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব দিয়েছে সরকার।

২৫ জুলাই থেকে তিন বছরের জন্য তার এই নিয়োগ কার্যকর হবে বলে গত শনিবার এক প্রজ্ঞাপনে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তিনি অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। আওরঙ্গজেব চৌধুরী শনিবার চাকরির মেয়াদ পূর্ণ করে অবসর প্রস্তুতি ছুটিতে (এলপিআর) গেছেন।

ছবি, ইন্টারনেট