পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগীয় নগরবাসির জানমালের সার্বিক নিরাপত্তায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সারা শহরের পুলিশি টহল জোরদার করেছে। ডিবি পুলিশের পৃথক টিম শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও অলিগিলসহ বিভিন্ন স্থানে মোটরসাইকেলযোগে মহড়া শুরু করেছে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, আসছে ঈদুল আযহাকে সামনে রেখে নগরীর আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ঈদে কেনকাটা করতে মার্কেট, বিপনী বিতান ও পশুর হাটে আসা সাধারণ মানুষজনকে কেনাকাটাশেষে নির্বিগ্নে বাড়ি পৌছতে পারে এবং চলাচলরত মানুষজনের গন্তব্যে পৌছা নিশ্চিত করতে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। রবিবার ডিবির দুটি টিম শহরের বিভিন্ন এলাকা ও অলিগলিতে পুলিশি টহল দেয়। তিনি আরো জানান, ঈদের আগে ও পরে এই টহল চলমান থাকবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল