১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ সবুজ ও শান্তির দেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই : এইচ.এম ফারুক
২৭, জুলাই, ২০২০, ৬:৫৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে এক কোটি বৃক্ষ চারা রোপনের অংশ হিসেবে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরম ও সাধারন সম্পাদক মো: মঈনুল হোসেন নিখিলের আহবানে ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জনবান্ধব নেতা এইচ.এম ফারুক গত ২৬ জুলাই রবিবার দিনব্যাপী প্রায় একশত বৃক্ষচারা ময়মনসিংহের বিভিন্ন পয়েন্টে রোপন করেন।

তিনি বলেন বাংলাদেশের মানুষকে সুস্থ্য রাখতে হলে প্রকৃতির শোভন বিস্তার করতে হবে। গাছ লাগাতে হবে। একটি সবুজ বাংলাদেশ গড়তে হবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের নানামুখী কর্মকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশের পরিবেশ উন্নয়নে দেশকে সবুজে শোভিত করার জন্য, মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য বৃক্ষের কোন বিকল্প নেই। আজ থেকে আমার পক্ষ থেকে বৃক্ষরোপনের মধ্য দিয়ে যে কাজের উদ্বোধন করলাম তারই ধারবাহিকতায় আরও বৃক্ষ রোপন করা হবে। যেখানে গাছ নেই সেখানে বিশুদ্ধ বায়ু নেই।

তাই আমি বলবো বাংলাদেশকে প্রকৃতি নির্ভর করে দেশের মানুষকে স্বাস্থ্য ঝুঁকি থেকে বাচাতে হলে আমাদের বৃক্ষরোপনে যতœবান হওয়া প্রয়োজন।