ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো: আহমারউজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম(বার) এর নেতৃত্বে এসআই(নিঃ) দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ আজকেও অভিযান চালিয়ে অটো চোরের সিন্ডিকেট চক্রের সদস্য ১। মোঃ লিয়ন মিয়া(২০), পিতা মৃত-আঃ রশিদ, মাতা-মোছাঃ লিপি আকন্দ, সাং-চর গোবদিয়া, ১। মোঃ উজ্জল মিয়া(৩৫), পিতা মৃত-হাতেম আলী, মাতা-শাহিদা বেগম, সাং-গোয়ালকান্দি,উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে ইং ২৭/০৭/২০২০ তারিখ বিকাল ১৮.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন নিঘুরিয়ারচর এলাকা হতে গ্রেফতার করা হয় এবং মোঃ লিয়ন মিয়া(২০) এর হেফাজতে হতে ০৩টি চোরাই অটো উদ্ধার করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের বিভিন্ন এলাকা হতে গরীব অসহায়দের একমাত্র আয়ের উৎস অটোরিক্সা চুরি করে আসছিল। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়াছে।
ইহাছাড়া ময়মনসিংহ ডিবি’র অভিযানে গাঁজা, হেরোইন ও ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নি) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইং ২৬/০৭/২০২০ তারিখ সন্ধ্যা ১৯.৩০ ঘটিকার সময় গৌরীপুর থানাধীন গঙ্গাশ্রম থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রাসেল (২০), পিতা-মোঃ ইব্রাহিম, মাতা-রাজিয়া খাতুন, সাং-পাচাশি, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ এবং এসআই(নিঃ) মোঃ নাজিম উদ্দিন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ইং ২৬/০৭/২০২০ তারিখ রাত ২২.৩৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা থেকে ৫ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ২। মোঃ মোবারক হোসেন মুন্না (৩৫), পিতা-মোঃ আঃ ছালাম, মাতা-শিউলি বেগম, সাং-আর কে মিশিন রোড ১৬৬/ বি, ৩। মোঃ ইমাম খান (২৪) পিতা-মোঃ মজনু খান, মাতা-মোছাঃ লুৎফর নাহার লতা, সাং-কালিবাড়ী গোলকপুরলজ, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, এবং এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান করে ইং ২৬/০৭/২০২০ তারিখ বিকাল ১৭.১০ ঘটিকার সময় ত্রিশাল থানাধীন রায়েরগ্রাম থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায় ৪। মোঃ আবু নাঈম তারেক(২৫), পিতা-মোঃ গোলাম মোস্তফা, মাতা-মোছাঃ নার্গিস, সাং-ছয়আনী, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ ও এসআই(নিঃ) মোঃ শরীফ হায়দার আলী সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ইং ২৭/০৭/২০২০ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় মুক্তাগাছা থানাধীন চর আধপাখিয়া থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ৫। পন্ডি শাহিন (৩৫), পিতা মৃত-সফর আলী, মাতা-জামেলা খাতুন, সাং-পুতাই, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়ীয়া দের গ্রেফতার করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল