স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি করোনা বিস্তার রোধ করি-
জেলা প্রশাসন,ময়মনসিংহ, এর আহবানে, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব কনফারেন্স রুমে - সোসাল এসোসিয়েশন ফর ফান্ডামেন্টাল ইমপাওয়ারমেন্ট (সেফ), দেশ বাংলা সমাজ কল্যান সংস্থা, উন্নয়ন সেবা কেন্দ্র (উসেকা),এর যৌথ আয়োজনে-
স্বাস্হ্যবিধি মেনে মাস্ক পরি -
করোনা বিস্তার রোধ করি, সচেতনা মূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উসেকার নির্বাহী পরিচালক - সেফ এর সহ-সভাপতি -জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল রহিম মিন্টু।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি, দেশ বাংলা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এ.কে.এম.ফখরুল আলম বাপ্পী চৌধুরী,ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের অতিরিক্ত সম্পাদক -ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী, সেফ এর নির্বাহী পরিচালক শরাফত অালী শান্ত, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সভাপতি এ,বি,এম,সিদ্দিক প্রমুখ। সচেতনতা মূলক আলোচনা শেষে- মাস্ক, স্যানিটাইজার বিতরন করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল