মসিকের খাদ্য ও স্যনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার ময়মনসিংহ মহগরের
সমমস্ত অধিবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এবং অাত্মত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহবান জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় দীপক মজুমদার বলেন, আত্মত্যাগ এবং সৃষ্টিকর্তার প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কুরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। জাতি,ধর্ম নির্বিশেষে সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আজহার শুভেচ্ছা।
তিনি সবাইকে ঈদ শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানানোর পাশাপাশি করোনাকালে সরকারী নির্দেশনা মেনে ঈদ উদযাপনের আহবান জানান।বাইরে বের হলে সার্বক্ষনিক মাস্ক পরিধান ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধৌত করনের পরামর্শ দেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল