আওয়ামী লীগ যার প্রথম, যার শেষ। যিনি রাজপথে রাঙিয়েছেন নিজেকে। যিনি স্লোগানে স্লোগানে চেতনার বীজ বুনেছেন মননে।
এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল নামের ইতিহাস দীর্ঘ। কারাবরণেও কখনো পিছপা হননি। জুলুম, পুলিশী হয়রানিতে থামেননি। রাজনৈতিক জুলুমের শিকার তাকে বিন্দুমাত্র দমাতে পারেনি। তিনি কেবলই দুর্বার।
এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ঠুনকো কচুপাতার পানি নয়। সংসার, সমাজকে পাশ কাটিয়ে আজীবন মনে ঠাঁই দিয়েছেন আওয়ামী লীগকে। বঙ্গবন্ধুকে বুকে নিয়ে শেখ হাসিনার একনিষ্ঠ সাহসী যোদ্ধা হয়েছেন। পেয়েছেন তার ছায়া।
এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল হেসে উঠলে আওয়ামী রাজনীতির পাঁপড়িগুলোও হেসে ওঠে। তিনি আওয়াজ তুললে প্রস্তুত হয়ে যায় হাজারো বিদ্রোহী, যুদ্ধবাজ প্রাণ অসত্যের বিরুদ্ধে।
এইযে নোংরা সময়, তবু মোয়াজ্জেম হোসেন বাবুল নির্দ্বিধায় চলেছেন নৌকাকে ভালোবেসে। চলেছেন নিন্দার সকল ষড়যন্ত্র সরিয়ে। দলমত নির্বিশেষে সকল মানুষের ভালোবাসা তাকে এগিয়ে দেয়।
তিনি নিজ কর্মে এগিয়ে যাওয়া আলোকবর্তিকা, আগন্তুক এক যোদ্ধা।