বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্বাধিনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ও মময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য অধ্যাপক ডা.এম এ অাজিজ ।
শুভেচ্ছা বাণীতে ময়মনসিংহের কৃতিসন্তান সারা বাংলাদেশ চিকিৎসকের আস্থার প্রতীক অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন,
আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা।মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালবাসা, অবিচল আনুগত্য ও আকুন্ঠ আত্নত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্হাপন করেছেন তা অতুলনীয়।
করোনা দুর্যোগে ফ্রন্টলাইনের যোদ্ধা অধ্যাপক ডা. এম এ আজিজ আরও বলেন,ব্যক্তি ও সমাজ জীবনে কোরবানির শিক্ষা সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতীয় উন্নয়ন ত্বরন্বিত হবে।
করোনাকালীন মহাসংকটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আমরা করোনাসংকট মোকাবিলায় উন্নত বিশ্বের চাইতেও ভালো অবস্থায় রয়েছে,এক্ষেত্রে চিকিৎসক সমাজ তথা স্বাস্থ্যসেবার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গের ভুমিকা অপরিসীসীম।
পবিত্র ঈদুল আযহা এবার ভিন্ন পরিবেশে করোনা দুর্যোগকালীন সময়ে জাতির ক্রান্তিকালে বিশেষ অবস্থায় ভিন্নভাবে পালিত হচ্ছে।করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মহান ত্যাগের মহিমায় সকলকে মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নির্দেশনাগুলো মেনে এবং নিজে সুস্হ থাকতে এবং সবাইকে সুস্হ রাখতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আযহা উদযাপনেরও আহবান জানান তিনি।বাইরে বের হলে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে বের হওয়া ও সাবান-পানি দিয়ে হাত ধৌতকরণ সহ ১ মিটার দূরত্ব বজায় রাখার ব্যাপারেও তিনি গুরুত্বারোপ করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল