১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিজ্ঞান, ময়মনসিংহ মহানগর মহিলা আ:লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপ্না সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা।।
৩১, জুলাই, ২০২০, ১২:৫১ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহবাসী সহ বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপ্না সরকার।

শুভেচ্ছা বাণীতে স্বপ্না সরকার বলেন,আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা।মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালবাসা, অবিচল আনুগত্য ও আকুন্ঠ আত্নত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্হাপন করেছেন তা অতুলনীয়।

ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপ্না সরকার আরও বলেন,ব্যক্তি ও সমাজ জীবনে কোরবানির শিক্ষা সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতীয় উন্নয়ন ত্বারন্বিত হবে।

পবিত্র ঈদুল আযহা এবার ভিন্ন পরিবেশে করোনা দুর্যোগকালীন সময়ে ভিন্নভাবে পালিত হচ্ছে।করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মহান ত্যাগের মহিমায় সকলকে মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নির্দেশনাগুলো মেনে এবং নিজে সুস্হ থাকতে এবং সবাইকে সুস্হ রাখতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আযহা উদযাপনেরও আহ্বান জানান তিনি।বাইরে বের হলে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে বের হওয়া ও সাবান-পানি দিয়ে হাত ধৌতকরণ সহ ১ মিটার দূরত্ব বজায় রাখার ব্যাপারেও তিনি গুরুত্বারোপ করেন।