ময়মনসিংহ সিটি করপোরেশনের জননন্দিত মেয়র মো: ইকরামুল হক টিটু অাজ ৩১-০৭-২০২০, শুক্রবার ছুটির দিনেও সকালে মসিক অনুমোদিত কোরবানীর পশুর হাটগুলো পরিদর্শন করেন।
ফ্রন্টলাইনের করোনাযোদ্ধা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু কোরবানি পশুর হাটে অাগত ক্রেতা -বিক্রেতা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অাসছে কিনা, সামাজিক দূরত্ব মানছে কিনা,প্রবেশ ও বাহির হওয়ার সময় হাত ধৌত করছে কিনা তা সরেজমিনে প্রত্যক্ষ করেন।
এসময় মেয়র ইকরামুল হক টিটু’র সাথে মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ কে দেবনাথ, খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো:মহব্বত আলী,চীফ সুপারভাইজার রবিউল ইসলাম সহ মসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ ও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু করোনা সংক্রমন প্রতিরোধে স্থানীয় সরকারের বিধি অনুসারে কোরবানীর পশুর হাটের জন্য ডিসইনফেকটেড প্যানেল,হাত ধৌতকরণের ব্যবস্থা,বিনামূল্যে মাস্ক বিতরণ সহ প্রয়েজনীয় সকল ব্যবস্থাই করেছেন।