বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানব সম্প্রদায়কে পবিত্র ঈদুল অাযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ফ্রন্টলাইনের করোনাযোদ্ধা স্বপ্না খন্দকার।
এক শুভেচ্ছা বাণীতে বিশিষ্ট সামাজিক,রাজনৈতিক ও মানবাধিকার নেত্রী স্বপ্না খন্দকার বলেন,আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালবাসা, অবিচল আনুগত্য ও আকুন্ঠ আত্নত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্হাপন করেছেন তা আজও অতুলনীয়।
তিনি আরও বলেন,ব্যক্তি ও সমাজ জীবনে কোরবানির শিক্ষা সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতীয় উন্নয়ন ত্বারন্বিত হবে।
স্বপ্না খন্দকার বলেন,পবিত্র ঈদুল আযহা দুর্যোগকালীন সময়ে এবার একটু ভিন্নভাবে ভিন্ন পরিবেশে পালিত হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মহান ত্যাগের মহিমায় সকলকে মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনাগুলো মেনে চলতে হবে নিজেকে সুস্হ থাকতে এবং সবাইকে মাস্ক পরিধান করে বাইরে বের হওয়া ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আযহা উদযাপনেরও আহ্বান জানান তিনি।
স্বপ্না খন্দকার বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির ক্রান্তিলগ্নে করোনাকালীন দুর্যোগ অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্বগুণে সফলভাবে সামাল দিচ্ছে এবং আমরাও জননেত্রী শেখ হাসিনার আদর্শিক অনুসারী হিসেবে মহিলা আওয়ামী লীগ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে করোনাকালীন দুর্যোগে মানবিক সহায়তাকল্পে ৩০০০ প্যাকেট খাদ্যসামগ্রী,নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করে সবসময় জনগণের পাশে ছিলাম এবং ঈদ সহ সামাজিক অনুষ্ঠান ও জাতির যে কোন দুর্যোগে জনগনের পাশে থাকবো ইনশাল্লাহ্।
সবাইকে ঈদ মোবারক
জয় বাংলা-জয় বঙ্গবন্ধু