বাংলাদেশ সহ সারা বিশ্বের
সমস্ত অধিবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এবং অাত্মত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহবান জানিয়েছেন ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ফাতেমা বেগম।
এক শুভেচ্ছা বার্তায় ফাতেমা বেগম বলেন, আত্মত্যাগ এবং সৃষ্টিকর্তার প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কুরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। জাতি,ধর্ম নির্বিশেষে সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আজহার শুভেচ্ছা।
তিনি সবাইকে ঈদ শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানানোর পাশাপাশি করোনাকালে সরকারী নির্দেশনা মেনে ঈদ উদযাপনের আহবান জানান।বাইরে বের হলে সার্বক্ষনিক মাস্ক পরিধান ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধৌত করনের পরামর্শ দেন।
উল্লেখ্য ফাতেমা বেগম পল্লীবন্ধু এরশাদের যোগ্য উত্তরাধিকার সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপির নির্দেশনায় করোনাভাইরাসের সংকটকালীন সময়ে অসহায় মানুষের পাশে থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন এবং পবিত্র ঈদুল আযহাতেও তিনি মানবিক সেবায় জনগণের পাশে অাছেন।