৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন সুরসপ্তক’র দুই দশকে সম্মাননা প্রদান করবেন ফেরদৌস আরা
২২, অক্টোবর, ২০১৯, ১০:৪০ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন
নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার উদ্যোগে তারই তত্ত্বাবধানে রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠিত হয় সঙ্গীত, নৃত্য, আর্ট’সহ আরো আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরসপ্তক’। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানও ফেরদৌস আরা। দেখতে দেখতে ‘সুরসপ্তক’ আগামী ফেব্রুয়ারিতে দুই দশক পূর্ণ করতে যাচ্ছে। তাই ‘সুরসপ্তক’ এবার আয়োজন করতে যাচ্ছে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান। বিষয়টির নিশ্চিত করেছেন ফেরদৌস আরা। তিনি জানান নজরুল সঙ্গীত শিল্পী, শিক্ষক, চিন্তাবিদ, গবেষক, সাংবাদিক এবং সর্বোপরি নজরুল বিষয়ক কর্মকা-ের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে এই সম্মাননায় ভূষিত করা হবে। শুধু বাংলাদেশেরই নয় ভারত থেকেও অনেকেই এই সম্মাননায় ভূষিত হবেন। সম্মাননা জানানো হবে নজরুল পরিবারকেও। ফেরদৌস আরা বলেন,‘ দেখতে দেখতে সুরসপ্তক বেশ সুনামের সঙ্গেই দুই দশক পূর্ণ করতে যাচ্ছে। বিষয়টি যখন গভীরভাবে আমার ভাবনায় আসলো ঠিক তখনই সম্মাননা প্রদানের বিষয়টি নিয়ে এগিয়ে যেতে শুরু করেছি। আমার মনে হয় একজন নজরুল সঙ্গীতশিল্পী হিসেবেই শুধু নয় একটি প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে নজরুল সঙ্গীতে ক্ষেত্র বিশেষ বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা জানানো হবে সুরসপ্তক’র জন্য অনেক গর্বের বিষয়। তাই এই আয়োজনের উদ্যোগ নিয়েছি। আমার সঙ্গে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসেবন। তাদেরকে আগাম কৃতজ্ঞতা জানাই। সেইসাথে আমার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সবার কাছ থেকেই সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমার মনে হচ্ছে নিশ্চয়ই এটি একটি ভালো উদ্যোগ হতে যাচ্ছে।’ এদিকে ফেরদৌস আরা ‘নজরুল সঙ্গীত সমগ্র-১০’র কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এর আগে গেলো মে মাসে ‘নজরুল সঙ্গীত সমগ্র-৯’ প্রকাশিত হয়েছে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে। এই অ্যালবামগুলোত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদি রেকর্ড ভিত্তিক শুদ্ধ বাণী ও প্রমিত সুরেই ফেরদৌস আরা গাইছেন। যে কারণে বুঝে শুনে তাকেই মূলত মিউজিক অ্যারেঞ্জম্যান্টের কাজটিও করতে হচ্ছে নেপথ্যে থেকে। তাকে সহযোগিতা করছেন সুজেয় শ্যাম ও বাসুদেব ঘোষ। ফেরদৌস আরা জানান, নজরুল সঙ্গীত সমগ্র’র প্রথম খন্ডটিতে নয়টি গান ছিলো। বাকী সবগুলো অ্যালবামেই বারোটি করে গান আছে। দশম খন্ডের কাজ প্রায় শেষ। আগামী বছরের শুরুতেই অ্যালবামটি শ্রোতা দর্শকের হাতে তুলে দেবার আগ্রহ রয়েছে ফেরদৌস আরার।