বিনোদন তথ্যপ্রতিদিন
এ ছবিতে পুষ্প চরিত্রে অভিনয়ের জন্যও প্রশংসিত হয়েছেন তিনি। বিগত বেশকিছুদিন সিনেমাটির প্রচারণাতেও সময় দিয়েছেন এই তারকা। ‘সাপলুডু’তে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। এবার চলতি মাসেই নতুন দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তিনি। গেলো শুক্রবার রাজধানীর শাহবাগের একটি পাঁচ তারকা হোটেলে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের রিয়েল এস্টেট’র বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নিয়েছেন মিম। এটি নির্মাণ করেছেন সনক মিত্র। বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে শুধু মিমই ছিলেন। এছাড়া আগামী ২৮ অক্টোবর মিম অমিতাভ রেজার নির্দেশনায় আরো একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন। এটি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের তেল’র বিজ্ঞাপন বলে জানান মিম। একই মাসে পরপর দুটি বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে মিম বলেন,‘ দুটো বিজ্ঞাপনে কাজ করার জন্য সবকিছুই ব্যাটে বলে মিলেছে বিধায় কাজ করছি। আমি সবসময়ই বিজ্ঞাপনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি কয়েকটি কারণে। এক. বিজ্ঞাপনে কাজ করলে বছরজুড়ে রেসপন্স পাওয়া যায়। দুই. বিজ্ঞাপনে কাজ করলে নির্ধারিত সময়টা কম লাগে, তবে এটা সত্যি শ্রম অনেক বেশি দিতে হয়। তাই বিজ্ঞাপনে কাজ করাটা আমি সবসময়ই বেশি উপভোগ করি। সনক দার নির্দেশনায় এর আগেও কাজ করেছি। নতুন বিজ্ঞাপনটির গল্প ভাবনা এবং দাদার নির্দেশনায় খুব ভালো হয়েছে। আশা করছি বিজ্ঞাপনটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে। আর অমিতাভ ভাইয়ের কাজের প্রতি আমার সবসময়ই আস্থা আছে, এবারেরটাও আশা করছি অনেক ভালো হবে।’ এদিকে সাম্প্রতিক সময়ে মিম ও তাহসান খানের একটি বিজ্ঞাপন দেশের প্রায় সবগুলো চ্যানেলেই প্রতিদিনই প্রচার হচ্ছে। নতুন এই বিজ্ঞাপনটির জন্যও সাড়া পাচ্ছেন মিম। এরইমধ্যে ময়মনসিংহে রায়হান রাফির নির্দেশনায় ‘পরাণ’ সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন মিম।