ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু'র নির্দেশনায় গ্রীন এন্ড ক্লিন ময়মনসিংহ সিটি বাস্তাবায়নের অংশ হিসেবে অদ্য ৩-০৭-২০২০ রবিবার, ঈদ-উল-আযহা পরবর্তী অতিরিক্ত বর্জ্য জমা হওয়ায় শম্ভুগঞ্জ ডাম্পিং স্টেশন হতে বর্জ্য অন্যত্র অপসারণ করা হয়।
শম্ভূগঞ্জ ডাম্পিং স্টেশন হতে বর্জ্য অপসারণের পাশাপাশি ঐখানে জীবাণুনাশক স্প্রেকরণ ও ব্লিচিং পাউডারও ছিটানো হয়।
মসিক মেয়র মো: ইকরামুল হক টিটুর নির্দেশনা মোতাবেক বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: মহব্বত আলী স্বশরীরে উপস্থিত থেকে বর্জ্য ব্যবস্থাপনার কাজটি সম্পন্ন করেন।
এসময় মসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছনতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রতিবারের ন্যায় মসিক মেয়র মো: ইকরামুল হক টিটুর প্রতিশ্রুতি মোতাবেক ২৪ ঘন্টার পূর্বেই কুরবানির বর্জ্য অপসারণ ও পরিস্কার- পরিচ্ছনতার কাজটি সমাপ্ত হয়।এক্ষেত্রে মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: মহব্বত আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ দিন-রাত পরিশ্রম করেন।নগরবাসী ঈদোত্তর পরিষ্কার -পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ায় মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু'র প্রশংসায় পঞ্চমুখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল