১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ খুলনা বেনাপোল সীমান্ত থেকে ফেন্সিডিল উদ্ধার আটক-২
৬, আগস্ট, ২০২০, ৩:৫৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

বেনাপোল বড়আঁচড়া সীমান্ত এলাকা থেকে ২০০বোতল ভারতীয় ফেন্সিডিল সহ চিত্ত ঘোষ (২২)ও শিমুল (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে বড়আঁচড়া সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।চিত্ত ঘোষ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মুচি বাড়ি এলাকার শিবু ঘোষের ছেলে।শিমুল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া বলেন, গোপন সংবাদে জানতে পারি মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদকের চালান এনে বড়আঁচড়া সীমান্তে অপেক্ষা করছে।এমন সংবাদে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে চিত্ত ঘোষকে ১৫০ বোতল ফেন্সিডিল ও শিমুল কে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।