১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা করোনা উপসর্গ নিয়ে আরও এক রাজস্ব কর্মকর্তার মৃত্যু
৯, আগস্ট, ২০২০, ১:৩১ অপরাহ্ণ - প্রতিনিধি:

করোনার উপসর্গ নিয়ে রংপুর কাস্টমস এক্সাইজ & ভ্যাট কমিশনারেট এর রাজস্ব কর্মকর্তা মোঃ রহমত আলী মারা গেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি .রাজিউন) রোববার (৯ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে তিনি মারা যান। তিনি রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন বাংলাবান্ধা শুল্ক স্টেশনে কর্মরত ছিলেন। রংপুর ভ্যাট কমিশনার শওকত আলী সাদী গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে তিনজন রাজস্ব কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ কাস্টমস ও ভ্যাটের চারজন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে প্রথম মারা গেছেন রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন মজমুদার। তিনি ২০ মে রাজধানীর একটি হাসপাতালে মারা যায়। তিনি চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত ছিলেন।

১২ জুন মারা যান রাজস্ব কর্মকর্তা খোরশেদ আলম। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঢাকা কাস্টম হাউসে তিনি কর্মরত ছিলেন। ১৬ জুন মারা যান কাস্টমসের গাড়ি চালক আইয়ুব আলী। তিনি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে কর্মরত ছিলেন। ২০ জুন রাজধানীর একটি হাসপাতালে মারা যান সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন শিকদার। তিনি ঢাকা কাস্টম হাউসে কর্মরত ছিলেন।