সুমন ভট্টাচার্য:
ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত ডাক্তার
অর্থোপেডিক,ট্রমা,স্পাইন,ইলিজারভ ও ডিফরমিটি বিশেষজ্ঞ ডাঃ এম কামরুজ্জামান মানিক ২৩ শে সেপ্টেম্বর,২০১৯ চীনে কনফারেন্সে যোগদানের উদ্দ্যেশ্যে আজ দুপুরে ঢাকা ত্যাগ করেছেন।আন্তর্জাতিক মানের এই কনফারেন্সে হালনাগাদকৃত জ্ঞান, উন্নত মানের শিক্ষা, ইলিজারভ পদ্ধতির যথাযথ কৌশল,রোগীর যত্ন ও সেবা এবং পেশাদারিত্বের ক্ষেত্র সমুহে আলোচনা হবে। তিনি সেখানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এই কনফারেন্স শেষে দেশে ফিরে রোগীদের আরো উন্নত সেবা দিতে সক্ষম হবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন।তিনি সকলের নিকট দোয়া ও আর্শিবাদ চেয়েছেন।রোগীদের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছেন।প্রশিক্ষণ শেষে ৩০ শে সেপ্টেম্বর, দেশে ফিরবেন বলে জানিয়েছেন।