প্রবীন আইনজীবি জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ ড. সামীউল আলম লিটন গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি উনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি, প্রবীন আইনজীবী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট আনিসুর রহমান খান ১২ আগষ্ট দুপুরে অসুস্থ হয়ে পড়লে বিকাল আনুমানিক বিকাল ৫ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।(ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।সর্বজন শ্রদ্ধেয় কীর্তিমান পুরুষ মরহুম আনিসুর রহমান খান বহু সংগঠনের সাথে জড়িত ছিলেন।
ড. সামীউল আলম লিটন এক শোকবার্তায় জানিয়েছেন, পরম শ্রদ্ধাভাজন এডভোকেট আনিসুর রহমান খান ছিলেন এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এ জনদরদী মহান ব্যক্তিত্ব। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। জনসেবা, দেশ ও সমাজের উন্নয়ন তথা ময়মনসিংহ বিভাগ স্থাপনে তাঁর অবদান ময়মনসিংহবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্ম এগিয়ে গেলে দেশ ও জাতি উপকৃত হবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল