স্টাফ রিপোর্টার: যারা চাইতে পারেন না সাহায্য, পাততে পারেন না হাত। অথচ করোনাভাইরাসের কারণে কার্যত লকডাউনে তাদের কাজ নেই, নেই আয়ের উৎস এবং নিয়মিত বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পাওয়ায় ব্রহ্মপুত্রের তীরবর্তী ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি এলাকার মানুষ পানিবন্দি হয়ে দিন যাপন করছেন এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতারা।
বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) বিকেলে নগরীর ১ ও ৩০ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিলি করেন যুবলীগ নেতা কর্মীরা।
ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য- সাবেক ছাত্রনেতা মো:গোলাম মোস্তফা কামাল( শামীম) এর নেতৃত্বে এ ত্রাণ বিতরণে অংশ নেন- মহানগর যুবলীগ নেতা এ বি এম তসলিম খন্দকার, আসাদুজ্জামান, সারোয়ার, ফয়জুর রহমান বাচ্চু, মোবাস্সির, ৩০ নং ওয়ার্ড যুবলীগ নেতা সেলিম, মোবারক, ফকরুল, তারেকসহ বিভিন্ন পয়ার্যের নেতৃবৃন্দ
খাদ্যসামগ্রীর মাঝে ছিল- চাল, তেল, আলু, মুড়ি ও আটা। বিকেল চারটা থেকে ১ টি ট্রলারযোগে বিকাল ৫ টা পর্যন্ত এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে মহানগর যুবলীগের সদস্য গোলাম মোস্তফা কামাল শামীম বলেন, স্বেচ্ছাসেবী ও সব সংগঠনের উচিত ক্ষুধার্ত মানুষকে খুঁজে বের করে তার বাসায় খাদ্য পৌঁছে দেয়া। সম্ভব হলে কিছু অর্থ সহায়তাও করা উচিত। মানুষকে ত্রাণ হিসেবে নয়, বিপদের সাহায্য হিসেবে এগিয়ে আসা উচিত। তবে অবশ্যই সামাজিক দূরত্ব মানতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে যে যার সামর্থ্য মতো এগিয়ে এলে দেশে অসতায় আর কেউ থাকবে না। করোনাভাইরাসও দূর হবে, দূর হবে গরিবের ক্ষুধাও। তিনি আর বলেন
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাই। সে প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু মহোদয়ের সার্বিক সহযোগিতায় আজকের ত্রান বিতরন করা হয়।