বিনোদন তথ্য প্রতিদিন
সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলিউডের জনপ্রিয় তারকা অমিতাভ বচ্চন। লিভারের ৭৫ শতাংশ অকেজো হয়ে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে এমন অসুস্থতার মধ্যেই কেন জোড়হাতে ক্ষমা চাইতে হলো বিগবিকে? সেই খবর আবার নিজেই টুইটারে জানিয়েছেন অমিতাভ।
ভক্তদের সঙ্গে নিয়মিত কথোপকথনের জন্য বরাবরই তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন। তাই টুইট দেখে লাখো প্রশ্ন- যাকে দেখতে আশীর্বাদ বাংলোর সামনে প্রতি রোববার ভিড় জমান অসংখ্য ভক্ত। তবে তিনি কেন হঠাৎ হাত জোড় করে ক্ষমা চাইছেন?
কারণ অসুস্থ বিগবিকে না দেখে থাকতে পারছিলেন না ভক্তরা। কেমন আছেন তাদের গুরু? জানতে-দেখতে প্রতি রোববারের মতোই রোববারও তারা দাঁড়িয়েছিলেন বাংলোর সামনে।
কিন্তু চিকিৎসকদের নিষেধ থাকায় এই রোববার তিনি বাইরে বেরোতে পারেননি। তাই ভক্তদের ছবি টুইটে পোস্ট করে তিনি লিখেছেন- বারণ করার পরও সবাই আমার জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন। কিন্তু অসুস্থতার জন্য বেরোতে পারিনি। খুব খারাপ লাগছে। তাই জোড়হাতে আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।
অমিতের এই বিনয়ী বার্তা সোশ্যালে ঝড় তুলেছে। নতুন করে নন্দিত তিনি ভক্তদের কাছে।
অসুস্থতা অমিতকে সাময়িক কাবু করলেও বিগবির হাতে একমুঠো কাজ। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ তো আছেই। সঙ্গে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’, ‘চেহেরে’, ‘ধুন্ধ’, ‘গুলাবো সিতাবো’-র মতো ছবি। সূত্র: এনডিটিভি