ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এককেজি গাঁজা ও ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় । বুধবার মধ্যরাত(বৃহস্পতিবার) একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, মাদক নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক ব্যবসায়ী যেই তার সাথে কোন আপোষ নেই। পুলিশ সুপারের কঠোর নিদেশনায় ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে ডিবির ওসির নির্দেশে বৃহস্প্রতিবার রাতে এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ গফরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গফরগাঁওয়ের ছয়আনী রসুলপর থেকে এককেজি গাঁজাসহ মাদক দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলো কুর্শাপুরের রফিকুল ইসলামের ছেলে শামছুউদ্দিন ও ত্রিশালের সাউদকান্দা মনজুর ছেলে মোঃ রায়হান। এছাড়া এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ হালুয়াঘাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পূর্ব কাচারীপাড়া থেকে ৯ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ মাদক দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে। হালুয়াঘাটের ভিরুই ডাকুনির আহাম্মদ আলীর ছেলে রাফিকুল ইসলাম ও হালুয়াঘাটের পূর্ব কাচারী পাড়ার (সাহাপাড়া) অশিদ সরকারের ছেলে সরকার ওরফে অপু। গ্রেফতারকৃতদের নামে পৃথক মামলা হয়েছে। বৃহস্প্রতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।